ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বনি কাপুরের গাড়ি থেকে ৬৬ কেজি নথি-বহির্ভূত রূপা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ৯ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

কর্নাটক সীমান্তে আটক করা হল ভারতীয় প্রযোজক বনি কাপুরের গাড়ি। সূত্রের খবর, জাহ্নবীর বাবার গাড়ি থেকে প্রায় ৬৬ কেজির নথি-বহির্ভূত রূপা উদ্ধার করেছে নির্বাচন কমিশন।

সামনেই কর্নাটকে নির্বাচন। এমনিতেই কড়াকড়ি বেড়ে গিয়েছে কর্ণাটক রাজ্যের সীমান্ত এলাকায়। শুক্রবার দাবনাগিরি এলাকার চেকপোস্ট থেকে একটি বিএমডব্লিউ গাড়িকে আটক করে নির্বাচন কমিশন। প্রায় ৬৬ কেজি রূপার বাসন উদ্ধার হয় ওই গাড়ি থেকে। যার মধ্যে রূপার চামচ, থালা, পানির পাত্র-সহ প্রায় ৩৯ লাখ টাকার রূপা উদ্ধার করা হয়।

চেন্নাই থেকে পাঁচটি বাক্সে ভরে ওই বাসন নিয়ে যাওয়া হচ্ছিল মুম্বাইতে। প্রয়োজনীয় নথি না থাকায় যে বিএমডব্লিউ গাড়ি করে নিয়ে আসা হচ্ছিল, সেটিকে আটক করে স্থানীয় পুলিশ। গাড়ির চালক সুলতান খান ছাড়াও গাড়িতে ছিলেন হরি সিংহ নামের এক ব্যক্তি। গাড়ির কাগজপত্র যাচাই করতে দেখা যায়, বেভিউ প্রোজেক্ট প্রাইভেট লিমিটেডের এই গাড়ি আসলে বনি কাপুরের সংস্থার।

সূত্রের খবর, গাড়ির চালককে বেশ কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তিনি জানান, এই বহূমূল্যের জিনিস প্রযোজকের পারিবারিক সম্পত্তি। তবে পুলিশের তরফে এই বিষয়ে এখনও কোনও কিছু জানানো হয়নি।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি